সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

যতো খোলা মেলা, তার ততো মার্কেট ডিমান্ড

 


চলচ্চিত্রে একটা কথা প্রচলিত আছে- যে যতো খোলা মেলা, তার ততো মার্কেট ডিমান্ড। যারা নায়িকা হতে চায় তারা খুব ভালো ভাবে জেনে বুঝেই সিদ্ধান্ত নেয়। তারা জানে চলচ্চিত্র মানে অশ্লীলতা, হারাম, নষ্টামি ভরপুর।


আর নায়িকারা আর দশটা সাধারণ নারীদের চেয়ে আলাদা। তাই খোলামেলা ভাবে চলাফেরা করবে- এটাই স্বাভাবিক। আপনি তাদের কাছে পর্দা করে চলাফেরা আশা করেন কিভাবে? যদি তারা পর্দা করেই চলাফেরা করতো। নিশ্চয়ই তারা নায়িকা হতো না। তারা জেনে বুঝেই অশ্লীলতাকে বেছে নিয়েছে।


অপু বিশ্বাসের কাপড় একটু এদিক সেদিক হলেই- শুরু হয় ট্রল। ছিঃ ছিঃ অপু বিশ্বাস এটা কি পরছে? এটা ঠিক হয়নি। তখন সুশীল সমাজের বিবেক নাড়া দিয়ে উঠে। তাদের ঘুম ভেঙ্গে যায়। আবার বুবলি যখন সামনের সাইট ঢেকে রেখে ব্যাকসাইট খোলা ময়দান বানিয়ে রাখে তখন সুশীল সমাজের বিবেক জাগ্রত হয় না। বুবলির আজকের ড্রেস ৯০ দশকের অশ্লীলতাকে আবার মনে করিয়ে দিলো। তবে এটাকে আমি অস্বাভাবিক ভাবে দেখছি না। নায়িকা হিসেবে ড্রেস ঠিক আছে।


অস্বাভাবিক লাগে তখনই- যখন অপু বিশ্বাস বা অন্যে কারো বেলায় সব হারাম আর বুবলি বা অন্যেদের বেলায় সব হালাল। এটা সুস্থ স্বাভাবিক বিবেকবান মানুষের কাছে কাম্য নয়। সবাইকে সমান চোখে দেখবে এটাই স্বাভাবিক। সবার বেলায় এক নিয়ম।


তবে যদি আমি বুবলিকে বীরের মা হিসেবে দেখি- তাহলে বুবলি যেটা করছে মোটেও ঠিক করেনি। প্রতোকের কাছেই অস্বাভাবিক লাগবে। আশাকরি নেক্সট টাইম খোলামেলা ড্রেস পরিধান এর ক্ষেত্রে নজর দিবে।


একটা জিনিস খেয়াল করবেন- এক সময় পরীমনি খোলামেলা ড্রেস পরতো। মা হওয়ার পর থেকে সে খোলামেলা ড্রেস পরা একদম বন্ধ করে দিয়েছে। যেকোনো প্রোগ্রামে শাড়ি পরে যায়। এতেই তাকে রুপকথার রাজকন্যার মতো লাগে। ব্যাকসাইট বা সামনের সাইট দেখিয়ে নজরে আসতে হয় না।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অল্প সময়তে যে কোন ছবিকে কিভাবে ক্লিয়ার করে নেওয়া যেতে পারে

 খুব  অল্প  সময়  তে  আপনার  যে  কোন  ছবিকে  আপনি ক্লিয়ার করে নিতে পারবেন , তো এ কাজটা আপনারা কিভাবে করবেন স্টেপ বাই স্টেপ সবকিছু বুঝানোর চেষ্টা করব :) শুরু করা যাক !! এই  কাজটি  করার  জন্য  আপনার  থেকে  একটি সফটওয়্যার  এর  প্রয়োজন  হবে  সে  অ্যাপ্লিকেশন  টা আপনারা  গুগল  প্লে  স্টোরে  পেয়ে  যাবেন  অ্যাপ্লিকেশন নাম  হচ্ছে : Remini (১) নিয়ম এই  অ্যাপসটি  প্লে  স্টোর  থেকে  ডাউনলোড  করার  পর অ্যাপসটি  ইন্সটল  করবেন , এটি  সম্পূর্ণ  একদম  ফ্রি এপস  কোন  প্রকার  টাকা  পয়সা  আপনার  থেকে  দিতে হবে  না  একদম  ফ্রিতে  ইউজ  করতে  পারবেন :)

মোবাইল দিয়ে ক্যারিয়ার বানানো শিখুন

  মোবাইল ফোন দিয়ে কেটিআর বানানো সম্ভব কিনা? তার উত্তরে আমি বলব অবশ্যই পারবেন তবে যেসব বিষয় আপনাকে ফলো করতে হবে এখানে আপনার ফোন কিংবা আপনার কম্পিউটার কিংবা ল্যাপটপ এসব এটি কোন গুরুত্বপূর্ণ না : সাকসেসফুল একজন ব্যক্তি? এখানে আপনার ডিভাইসের উপর আপনার ক্যারিয়ার নির্ভর করে না আপনার ক্যারিয়ার নির্ভর করে আপনার মেধা শক্তির উপর, আপনি যদি যেকোনো কাজে ইস্পাত সাকসেসফুল একজন ব্যক্তি হয়ে থাকেন তাহলে যেকোন ডিভাইস দিয়ে আপনার ক্যারিয়ার বানানোর সম্ভব হবে মার্কেট চাহিদা? অনলাইনে যদি আপনি কিছু প্ল্যান করে থাকেন তো কষ্ট আপনাকে যেসব বিষয় ফলো করতে হবে প্রত্যেক সুস্বাদ মিডিয়া সম্পর্কে ধারণা অবশ্যই থা কতে হবে ব্যাট লিংক? অল্প সময়তে যে কোন ছবিকে কিভাবে ক্লিয়ার করে নেওয়া যেতে পারে প্রতিমাসে বিকাশ থেকে ফ্রি বোনাস

মোবাইল ফোনের গুরুত্বপূর্ণ সেটিং

মোবাইল ফোনের গুরুত্বপূর্ণ সেটিং ? যেটা ৮০% মানুষই জানে না   এন্ড্রয়েড  ফোন  এর  গোপন  সেটিং  যেটা  আশি পার্সেন্ট  মানুষে  জানে না,  এই  সেটিংটার  মাঝে আপনারা  অনেক  গুরুত্বপূর্ণ  কাজ  লুকিয়ে  থাকে যেটা  মানুষের  চোখে  পড়ে  না । সত্যিই  আপনি অনেক  অবাক  হয়ে  যাবেন  যদি  সেটিংটা  সম্পর্কে আপনি  জানতে  পারেন (তাহলে জেনে নেওয়া যাক সে গোপন সেটিং টা কি ?